‘শোনো, যুক্তি আমার সৌন্দর্য্য’ এই স্লোগানে চট্টগ্রাম জেলায় গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয় অংংবসনষু ঈযরঃঃধমড়হম। চেরাগী পাহাড়স্থ আজাদী মিলনায়তনে এই আয়োজনের মধ্যে ছিলো–উদ্বোধনী অনুষ্ঠান এবং বিতর্কের তিনটি বিষয়ের (সংসদীয় বিতর্ক, বিতর্কের কৌশল এবং যুক্তির ব্যবহার, উচ্চারণ এবং ভাষার বাচনভঙ্গি) উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মশালার উপর একটি সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো– এই সংসদ বিশ্বাস করে, বাংলাদের কাঠামোগত উন্নয়ন এবং পদ্ধতিগত উন্নয় বিপরীতমুখী। বিতর্কের সরকারি দল ছিল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থীবৃন্দ এবং বিরোধী দল ছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীবৃন্দ। বিতর্কে সরকারি দল জয় লাভ করে।
সকালের পর্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যকর্মী দুলাল দাশ গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন সিআইইউর প্রভাষক মোহাম্মদ ফারুক হোসাইন, এমসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজার জিয়াউল হক। সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান জুয়েল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বারোয়ারী বক্তব্যে ‘সময় যখন থমকে দাঁড়ায়’ এ বিষয়ে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলের আয়োজনে অতিথি ছিলেন প্রভাষক আহমেদ রেজা, আশিকুর রহমান আকাশ, তুষার ধর। কর্মশালায় ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানটির কনভেনর ছিলেন অভিষেক বৈদ্য এবং কো–কনভেনর ছিলেন সৌমেন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন স্বস্তিকা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।