কাগতিয়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

কুলকায়েনাতের জন্য প্রেরিত রাহমাতুল্লিল আলামীন এ ধরার বুকে পবিত্র শুভাগমন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. . মাদরাসার আলফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (.) অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ মোবারক, প্রভাষক মাওলানা এমদাদুল্লাহ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেছেন আইয়্যামে জাহেলীয়্যাতের সময় বিশ্ব মানবতা যখন পাপপংকিলতায় নিমজ্জিত ও আল্লাহর একত্ববাদ ভুলে ঘোর অন্ধকারে পতিত। ঠিক তখনই আল্লাহ তায়ালা মানবজাতির জন্য রহমতস্বরূপ মুক্তির দূত হিসেবে প্রেরণ করেন মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যাঁর পবিত্র নূরে আলোকিত হলো সমগ্র সৃষ্টিকুল। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা। মিলাদকিয়াম শেষে দেশজাতির উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা মমতাজুল হক নূরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার জন্যই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে
পরবর্তী নিবন্ধশোনো, যুক্তি আমার সৌন্দর্য