ভোরের পাখির কিচির মিচির
আপন ভাষার সুর,
ঘাসের ডগায় শিশির কণা
রূপের সমুদ্দুর।
দীঘির জলে নরোম হাওয়া
ঢেউয়ের সিঁড়ি আঁকে,
আপন ভাষায় গানের কোকিল
মোহন সুরে ডাকে।
নদীর বুকে আপন ভাষায়
কল কল কল তান,
মায়ের বুকে খোকার পরম
যতন স্নেহের টান।
কৃষ্ণচূড়ার রাঙা শরীর
টুকটুকে লাল লাল,
শোকের একুশ বাংলা ভাষার
গর্ব চিরকাল।