চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১২ জন সদস্য তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে চেয়ারম্যান পদে এখন চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত। ৫টি সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য আছেন ২২ জন। অপরদিকে সাধারণ ওয়ার্ডে আছেন ৪৮ জন প্রার্থী। এর মধ্যে ৪ জন সদস্য বিনা ভোটে জয়ী হয়েছেন। এদের মধ্যে দুজনের জয় আগেই নিশ্চিত হয়েছিল। আজ হয়েছেন মীরসরাই ও আনোয়ারার দুজন।
চেয়ারম্যান পদে সাবেক কৃষক লীগ নেতা মো. ফয়েজুল ইসলাম তার মনোনয়ন প্রত্যাহার করে নিলেও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে রয়েছেন আনোয়ারার নারায়ণ রক্ষিত। গতকাল নারায়ণ রক্ষিত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এটিএম পেয়ারুল ইসলামকে ভোটের লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে। ২০১৬ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এম এ সালাম।
এদিকে সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডের ১৫ জনের মধ্যে একক প্রার্থী হিসেবে ৪টি ওয়ার্ড থেকে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ৬ নং রাউজান ওয়ার্ডে কাজী আবদুল ওহাব, ৭ নং রাঙ্গুনিয়া ওয়ার্ডে আবুল কাশেম চিশতী, ১২ নং আনোয়ারা ও নগর আংশিক ওয়ার্ডে এস এম আলমগীর চৌধুরী এবং ১ নং মীরসরাই ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডে দিলোয়ারা বেগম, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে তৃষ্ণা ভট্টাচার্য, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে সুমি দে, সাধারণ ১ নং ওয়ার্ড মীরসরাইয়ে মিহির কান্তি নাথ, সাধারণ ১ নং ওয়ার্ড মীরসরাইয়ে কালু কুমার দে, সাধারণ ৩ নং ওয়ার্ড সন্দ্বীপে নাদিম শাহ আলমগীর, মো. মাহফুজুর রহমান, সাধারণ ৫ নং ওয়ার্ড হাটহাজারীতে আবু বক্কর সিদ্দিকী, সাধারণ ৮ নং ওয়ার্ড বোয়ালখালীতে এসএম মিজানুর রহমান, মো. আবুল মোকারম ও মনসুর আহমদ। প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন হবে।