হাটহাজারী বাসস্টেশনস্থ ইমাম শেরে বাংলা (রহ) দরবার শরিফে শাহ সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলা (রহ)’র ৫৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মাওলানা ছৈয়দ মুহাম্মদ নাজমুল হক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মেহমান ছিলেন ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফ। উপস্থিত ছিলেন শাহ সূফি ছৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, ছৈয়দ বদরুল হক, ছৈয়দ মুহাম্মদ এনামুল হক, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ নঈমুল হক, ছৈয়দ মুহাম্মদ ইউনুস রজভী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, স উ ম মাওলানা আবদুস সামাদ, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন, আবুল আছাদ জুবায়ের রজভী, কাযী শাহেদুর রহমান হাশেমী, আল্লামা আবুল কালাম বয়ানী, হাফেজ আশরাফুজ্জামান, হাফেজ শাহ আলম নঈমী, আল্লামা কাযী মুহাম্মদ ফোরকান হাশেমী প্রমুখ। প্রধান মেহমানের বক্তব্যে মুহাম্মদ আলি হোসেন আরিফ বলেন, সুন্নিয়াতের ইতিহাসে ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি তা’আলা আলায়হিও এমনি একজন প্রকৃত কর্ণধার (ইমাম) ছিলেন। তিনি বেলায়তের উঁচু মর্যাদারও অধিকারী ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।