বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রাজধানী দিল্লিতে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় এ নিয়ে তিনি ক্ষোভ ঝেড়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
মমতাকে উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, ‘পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না। হাসিনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ।’ শেখ হাসিনার সঙ্গে নিজের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘এত রাগটা কিসের? এত গুস্সা কিউ? বড়া বড়া বাবু লোগো কো ইতনা গুস্সা কিউ হ্যায়!’ খবর বিডিনিউজের। চার দিনের সফরে সোমবার ভারত যান শেখ হাসিনা। মঙ্গলবার দুই সরকারপ্রধান শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের বড় প্রত্যাশার বিষয়টি থাকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে। এতে মমতাও জড়িয়ে আছেন। কেননা তার আপত্তির মুখে এক যুগ ধরে ঝুলে আছে এই চুক্তি।