স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন একুশ শতকের তৃতীয় দশকের শুরুতে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাই শেখ হাসিনা হবেন একুশ শতকের বিশ্বশান্তির দূত। তালেবানরা এখন মধ্যযুগীয় বর্বরতার দর্শনে ফিরেছে। আর এ সময়ে শেখ হাসিনার বাংলাদেশ হলো মধ্য আয়ের দেশ। এখন আর মঙ্গা নেই। বাংলাদেশ এখন খাদ্য শস্যের রপ্তানিকারক দেশ। লাল সবুজের পতাকাবাহী বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ বাংলাদেশ। দেশী বিদেশী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্ত পদ্মার বুকে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। ‘পিপলস অ্যান্ড পলিটিক্স’ বিশ্বের ৫জন সরকার ও রাষ্ট্র প্রধানকে চিহ্নিত করেছেন-যাদেরকে দুর্নীতি স্পর্শ করেনি। বিশ্বের সবচেয়ে সৎ এই পাঁচজন সরকার প্রধানের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনা মানে ডিজিটাল বাংলাদেশের দর্শন। শেখ হাসিনা ৭৫ তম জন্মদিন মানে মাল্টিটাস্কিং ডায়নামিক প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী।