শেখ রাসেলকে হত্যার নিষ্ঠুরতা সব বর্বরতাকে হার মানিয়েছে

শেখ রাসেলের ৫৯তম জন্মদিনের আলোচনায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন হচ্ছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

মহানগর আওয়ামী লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের ১৯ জন সদস্যসহ অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়েছে। এই জঘন্য অপরাধ আর পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শেখ মো. ইসহাক, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী,, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান প্রমুখ। সভার আগে মঞ্চে শহীদ শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা আওয়ামী লীগ : শেখ রাসেলের জন্মদিনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম। তিনি বলেন, শেখ রাসেল রাজনীতি করতেন না কিন্তু ছোটকাল থেকে তার আচার আচরণে অনেক নেতৃত্বগুণ পরিলক্ষিত হতো, সেটা খুনীরা আঁচ করতে পেরেছিলো, যে কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি বেঁচে থাকলে আজ দেশের নেতৃত্ব দিতেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, মো. সেলিম উদ্দিন, এড. বাসন্তী প্রভা পালিত, নুরুল মোস্তফা মানিক, রাশেদ খান মেনন, রূপক দেব অপু, তানভীর হোসেন তপু প্রমুখ। এ সময় এম এ সালাম ও শেখ আতাউর রহমানের নেতৃত্বে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়াররুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, রাসেল বঙ্গবন্ধুর সন্তান এটাই তার বড় অপরাধ ছিল। পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে ও স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার হীন অভিপ্রায়ে খুনীরা এই হত্যাযজ্ঞ চালালেও ইতিহাসের অমোঘ ধারায় তারাও ফাঁসিকাষ্ট হতে রেহাই পায়নি এবং সাজাপ্রাপ্ত বাকীরাও রেহাই পাবে না। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, আবু জাফর, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া, নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, শামীমা হারুন লুবনা, আতিকুর রহমান চৌধুরী, খালেদা আক্তার বেগম, জীবন আরা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, গতকাল শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শিশু রাসেলকে তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত এ হত্যাকাণ্ড বাঙালি জাতির ইতিহাসে কলংঙ্কময় একটি অধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন, মোহাম্মদ সেলিম, ফারহানা আফরিন জিনিয়া, আলমগীর খালেদ, সৈয়দ নুরুল আবছার, জাহাঙ্গীর আলম, স্বপন কান্তি নাথ, কামরুল হাসান বাবু, শাহ আলম মেম্বার প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবু সালেহ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমি : শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম গতকাল বিকাল ৪টায় কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক ফারুক তাহেরের সঞ্চালনায় কথামালায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহসভাপতি জাহাঙ্গীর কবির, সঙ্গীতশিল্পী আবদুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় শিশু শিল্পীদের একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, একক আবৃত্তি ও দলীয় নৃত্য। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে শেখ রাসেল চত্বরে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং বিকাল ৪টায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন চট্টগ্রাম আয়োজিত র‌্যালিতে শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

দারুল উলূম কামিল মাদরাসা : গতকাল সকালে দারুল উলূম কামিল মাদরাসায় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এ সময় তিনি বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত রাষ্ট্রনায়ক। শিশুরা শারীরিক-মানসিকভাবে যত উন্নত হবে, দেশ ও জাতির ভবিষ্যৎ তত সমৃদ্ধ হবে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আপোষহীন মনোভাব পোষণ করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর : শেখ রাসেল দিবস উপলক্ষে রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও অনাথ শিশু শিক্ষার্থীদের নিয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, ‘বিজ্ঞানচেতনায় সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল সারাদিন শিশু-কিশোর ও দর্শনার্থীদের জন্য বিনা টিকেটে বিজ্ঞান জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দুঃস্থ শিশুদের হাতে নানা উপহার সামগ্রী ও খাবার তুলে দেয়া হয়।

বিএইচবিএফসি : গতকাল শেখ রাসেল দিবস উদ্‌যাপন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। সকালে রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দফতর বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে সদর দফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও উত্তরাস্থ বিএইচবিএফসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা, মোনাজাত এবং শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। বিকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভার্চুয়ালি সংযুক্ত করে ‘শেখ রাসেলের জন্মদিন ও তাঁর জীবন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের সকল অফিসও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদ্‌যাপন করে।

সিআইইউ : সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি গতকাল মঙ্গলবার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. শাহ আহমেদ, অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, কুমার দোয়েল দে প্রমুখ।

ইডিইউ : শেখ রাসেল দিবস উপলক্ষে গতকাল বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। সভাপতিত্ব করেন ট্রেজারার অধ্যাপক সামস-উদ দোহা। রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ইসতিয়াক আজিজ জাহেদ, প্রক্টর মু. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক অনন্যা নন্দী প্রমুখ।

হাজী মুহাম্মদ মহসিন কলেজ : গতকাল সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে শেখ রাসেল দিবস নানা অনুষ্ঠানমালার মাধ্যমে উদ্‌যাপিত হয়। সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে ১২টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ ও অধ্যাপক সুবীর দাশ। বক্তব্য রাখেন প্রভাষক ফারজানা আক্তার এবং অনুপ কুমার বড়ুয়া।

কাপাসগোলা মহিলা কলেজ : গতকাল শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে কোরান খতম, দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, মোহাম্মদ ইউনুছ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবুল কালাম, ইকবাল আলী নেওয়াজ, বীণা মল্লিক, হাসনাহেনা চৌধুরী।

এনায়েত বাজার মহিলা কলেজ : এনায়েত বাজারস্থ মহিলা কলেজ চট্টগ্রামে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ডকুমেন্টরি, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শন ও বৃক্ষরোপণ উদ্ধোধন করেন অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইইবি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল শেখ রাসেল দিবস পালন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এস. এম. শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ, প্রকৌশলী উদয় শেখর দত্ত, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী মকবুল হোসেন, প্রকৌশলী মো. নুরুল আবছার, প্রকৌশলী সুব্রত দাশ। আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর আগে কেন্দ্রের এবাদতখানায় শেখ রাসেলের জন্য মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

চট্টগ্রাম ওয়াসা : শেখ রাসেলের ৫৯তম জম্মদিন উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন ও মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তহেরা ফেরদৌস বেগম এবং সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) সামছুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার । আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না