শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে আবদুল আজিজ ২টি, শামিম, রবিউল, এয়াকুব ১টি করে করেন। ২য় খেলায় জে.এম.সেন স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়। ৩য় খেলায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ১০-০ গোলে বেপজা স্কুল এন্ড কলেজকে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের হান্নান হ্যাট্রিক সহ ৪টি, ইয়াছিন আরাফাত ২টি, রাকিব, মাইনুল, আবু হাসান ১টি করে গোল করেন। ৪র্থ খেলায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে আব্দুর রহিম, জাসেদ, সোয়াদ, আসিফ ১টি করে গোল করেন।