চসিক একাদশের সাথে ড্র করে আরো পিছিয়ে গেল মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আগের খেলার চাইতে ভালো খেলে এবং নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ড্র করতে হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাথে। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় সিটি কর্পোরেশনের সাথে গোলশূন্য ড্র করে মুক্তিযোদ্ধা। এ ড্রয়ের ফলে ৪ খেলা শেষে মুক্তিযোদ্ধার ঝুলিতে জমা হয়েছে মাত্র ২ পয়েন্ট। যা তাদেরকে রেলিগেশন চিন্তায় ফেলে দিয়েছে। যদিও আরেক টিম জেলা পুলিশ ৩ খেলা শেষে এখনো কোন পয়েন্ট পায়নি। কোয়ালিটিও ৩ খেলা শেষে ২ পয়েন্ট অর্জন করেছে। এদিকে ৪ খেলা শেষে সিটি কর্পোরেশনের প্রাপ্তি ৭ পয়েন্ট। মুক্তিযোদ্ধা এর আগে ২টি খেলায় পরাজিত এবং একটি খেলায় ড্র করেছিল। আগের খেলার চাইতে মুক্তিযোদ্ধা গতকাল বেশ খেলে। বেশ কয়েকটি সুযোগও সৃষ্টি করে তারা। কিন্তু তা থেকে প্রত্যাশিত গোল করা হয়ে উঠেনি তাদের পক্ষে। প্রথমার্ধের ৩৫ মিনিটে একটি সুন্দর সুযোগ আসে মুক্তিযোদ্ধার কাছে। সজীব বল নিয়ে কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু তার শট একজনের গায়ে লেগে কিপারের কাছে চলে যায়। ৪০ মিনিটে আরো সহজ সুযোগ পায় মুক্তিযোদ্ধা। গোলমুখে মতিউর থেকে বল পান নুরুল আবছার। কিন্তু সেখানে দু’দফা চেষ্টায়ও বল জালে যায়নি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায় সিটি কর্পোরেশন। বোরহানউদ্দিনের গোল করার চেষ্টা ব্যর্থ হয়। ১৮ মিনিটে মুক্তিযোদ্ধার নুরুল আবছার ফ্রি কিক নেন। সিটি কিপার হামিদুর কর্ণারের বিনিময়ে তা রক্ষা করেন। কর্ণারের পরপরই সিটি কর্পোরেশন বক্সে হ্যান্ডবল হয়। মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবিতে সরব হন। কিন্তু রেফারী শরীফুজ্জামান খান টিপু তা এড়িয়ে যান। আগের একটি খেলাতেও রেফারী এমন কাণ্ড ঘটান। নিশ্চিত পেনাল্টি এড়িয়ে যেতে দেখা যায় তাকে। ৪০ মিনিটে মুক্তিযোদ্ধার সজীবের হেড জাল ছুঁতে পারেনি। সিটি কর্পোরেশনের তুলনায় অনেক আক্রমণ করেও গোল করার ব্যর্থতায় ড্র মেনেই মাঠ ত্যাগ করতে হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দলের মোনায়েম খান রাজু। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ এর নির্বাহী সদস্য ও সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনাল পর্ব সম্পন্ন
পরবর্তী নিবন্ধবালিতে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু