শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু

| বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বিকালে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রেজিস্ট্রেশন কার্যক্রম আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

একই সাথে অংশগ্রহনকারী ১৬টি একাডেমি দলের প্রতিটিকেই তাদের সংগ্রহ করা খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম আগামীকাল ৫ আগস্ট রাত ৮টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে গতকাল বেসিক ক্রিকেট একাডেমির খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়।

রেজিস্ট্রেশন কার্যক্রমের প্রথম দিনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মসিউর রহমান, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, ক্রিকেট প্রশিক্ষক সুব্রত চৌধুরী, জুলফিকার জুলহাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় টার্গেটবল দলের ম্যানেজার মোস্তফা কামাল টুলু
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের সব দায় দিলেন সুজন