বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত গত ২৯ ডিসেম্বর হতে ৩ জানুয়ারি ফেনীতে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১৪ ও ১৮) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম শিরোপা জিতেছে। অনূর্ধ্ব-১৪ এবং ১৮ দুই গ্রুপেই দলগতভাবে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়। অনূর্ধ্ব-১৮ বালক এককে চট্টগ্রামের গালিব ডাবল ক্রাউন অর্জন করেন।
চট্টগ্রাম জেলা দলের পক্ষে অনূর্ধ্ব-১৪ বালক এককে চ্যাম্পিয়ন হন মোস্তাকিম হোসাইন এবং রানার আপ ওয়ালিউল্লাহ ছোটন। বালক দ্বৈতে রানার্স আপ হন মোস্তাকিম হোসাইন-ওয়ালিউল্লাহ ছোটন। অনূর্ধ্ব-১৪ বালিকা দ্বৈতে রানার্স আপ হন ফারিহা জামান প্রতিভা-জুবাইদা ইসলাম।
অনূর্ধ্ব-১৮ বালক এককে চ্যাম্পিয়ন হন এসএসএম সিফাত উল্লাহ (গালিব) এবং রানার আপ নাজমুল ইসলাম জয়। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হন এসএসএম সিফাত উল্লাহ (গালিব)-সাগর। বালিকা দ্বৈতে রানার্স আপ হন তিশি চৌধুরী-আইনান তাজরিন।