শুধু একবার ডাক দিয়ে দেখো

তারিফা হায়দার | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১০ পূর্বাহ্ণ

শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে যাবো তোমার ঠিকানায়।
শহরের যে প্রান্তেই থাকি না কেন বিদ্যুৎ গতিতে ছুটে যাবো তোমার কাছে।
আমরা কেবল শিউলী ঝরানো পথ বেয়ে হেঁটে যাবো।
হেঁটে হেঁটে চলে যাবো গন্তব্যের শেষ ঠিকানায়
পার হবো চৌরাস্তা, ওভারব্রিজ, রেল লাইন।
ট্রাফিকের সংকেত আটকাবেনা আমাদের।
চলতি হাওয়ায় উড়িয়ে দেবো যাবতীয় সাংসারিক জটিলতা।
ছুটে যাবো ফসলের মাঠে,
মেহগনির আড়ালে খেলবো লুকোচুরি।
এক চক্বরে ঘুরে আসবো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
লাল কাকড়াদের ঘর বাধা দেখবো।
কখনও হয়ে যাবো ঘাসফড়িং,
কখনো বা লাল নীল প্রজাপতি।
রাতের মায়ায় সন্ধ্যা গড়ালে করবো জোৎস্না স্মান।
তুমি কেবল গান ধরো গলা ছেড়ে।
আর আমি শুধু ভালোবাসার কথাই বলবো।

পূর্ববর্তী নিবন্ধসুখের রঙ
পরবর্তী নিবন্ধআমার ছেলেবেলা