চট্টগ্রামে অস্ত্র মামলায় সতেরো বছর সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়া অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে সাজাভোগের জন্য কারাগারে পাঠিয়ে দিয়েছেন। গতকাল সকাল ১১টায় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামি বিধান বড়ুয়া আত্মসমর্পণ করেন। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত। জানা গেছে, আসামি বিধান বড়ুয়া দক্ষিণ রাউজানের আধার মানিক গ্রামের মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে। যুদ্ধাপরাধে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্যাডার বিধান বড়ুয়া র্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত বলেন, বিধান বড়ুয়ার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে করা মামলার বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ আগস্ট আদালত তার অনুপস্থিতিতে সাজার রায় ঘোষণা করেন। এসময় আদালত অস্ত্র রাখার অপরাধে তাকে দশ বছর ও কার্তুজের জন্য আরও সাত বছর সাজা দেন। এ মামলায় মোট আট সাক্ষীর মধ্যে আদালতে ৭ জন সাক্ষী দেন। মামলা চলাকালে জামিনে গিয়ে বিধান বড়ুয়া পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ অক্টোবর রাতে আসামির দেখানো মতে তার বসতঘর থেকে অস্ত্র ও কাতুর্জ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। পরে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের এসআই মহসিন রেজা বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা করেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর তার বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, গতকাল বুধবার সকালে অনেকটা গোপনে আদালতে এসে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে বিধান বড়ুয়া। তাকে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বেড়াচ্ছিল। মামলা চলাকালে জামিন নিয়ে দেশত্যাগের চেষ্টা করে এই শীর্ষ সন্ত্রাসী। এসময় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।