শীতের বিড়ম্বনা

মোহাম্মদ আনিস শাহরিয়ার | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

সমাজ যাদের বড়োলোক বলে

টাকা পয়সার মাপে

সেই লোকেরাই খোঁজ রাখে না

শীতে যারা কাঁপে।

 

কুয়াশার রাতে ধনীর গায়ে

দামি সোয়েটার আর কম্বল

রাস্তায় যাদের ঘরবাড়ি

ছেঁড়া কাঁথাটাই তাদের সম্বল।

 

সর্দিকাশি হলেই ছুটে তারা

ডাক্তার আর ক্লিনিকে

নুন আনতে যাদের পান্তা ফুরায়

অষুধ ছাড়াই ওরা আছে টিকে।

 

ছুটির দিনে এলিট শ্রেণি

কক্সবাজার আর সেন্টমার্টিনে

গরিবের তো আর সেই সাধ্য নেই

জীবন কাটে ওদের দুঃখ কিনে।

 

সময়ের চাকায় ঋতু বদলে যায়

পাল্টায় না গরিবের ভাগ্য

উঁচুতলার মানুষরা উদার হলেই

দুঃখীর জীবনে আসতো সৌভাগ্য।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার গ্রাম
পরবর্তী নিবন্ধহৃদয়ের একুল ওকুল