শীত প্রায় এসেই গেল। যারা গরীব দুঃখী অসহায় মানুষকে শীতবস্ত্র দেয়ার কথা ভাবছেন তাঁরা চাইলে শীতবস্ত্র বিতরণ শুরু করে দিতে পারেন। আমাদের দেশে প্রতি বছরই দেখা যায় হঠাৎ কোন একদিন শীত পড়া শুরু হলে তখন সবাই শশব্যস্ত হয়ে উঠেন শীতবস্ত্র বিতরণের জন্য। অনেকেই আবার শীত যায় যায় অবস্থায় বা প্রায় শীতকাল চলে যাওয়ার পরে লোক দেখানো শীতবস্ত্র বিতরণ করেন যা এসব গরীব দুঃখী অসহায় মানুষের শীত নিবারণের কাজেই আসে না। দান সাদকা যখন করবেন তখন তা মানুষের দুর্ভোগ দুর্দশা ভোগান্তির আগেই করুন। অবশ্য লোক দেখানোর জন্য যদি শীতবস্ত্র প্রদানের প্রদর্শিনী করতে চান তাহলে আমাদের বলার কিছুই নেই। শীতের প্রারম্ভে যদি দরিদ্র মানুষগুলো শীতবস্ত্র পায় তাঁদের উপকারে আসে তাহলে হত দরিদ্র মানুষের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনও আপনার ওপর খুশি রাজি হবেন ইন শা আল্লাহ। অতএব যারা শীতবস্ত্র দেয়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য শীতবস্ত্র বিতরণের এটাই বাস্তব এবং উপযুক্ত সময় নিঃসন্দেহে। প্রমাণ হোক মানুষ মানুষের জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আরবান ভিলা, দেওয়ান বাজার,
চট্টগ্রাম -৪০০০।