শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রেড ক্রিসেন্ট

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

শীতের রাতে নগরীর বিভিন্ন প্রান্তে ভাসমান মানুষ, প্রতিবন্ধী, গৃহহীন, বয়স্ক ভিক্ষুক ও নিম্ন আয়ের মানুষকে উষ্ণতার পরশ দিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। গত রোববার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ভাসমান মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেন। রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর মুরাদপুর, প্রবর্তক মোড়, নিউ মার্কেটসহ আশেপাশের এলাকায় শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সদস্য হাবিবুর রহমান তুহিনসহ যুব স্বেচ্ছাসেবকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ভিক্ষুকমুক্তকরণ শুরু