কক্সবাজারে ভিক্ষুকমুক্তকরণ শুরু

প্রথম দফায় জীবিকার্জনের উপকরণ পেলেন ৩৪ জন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারে ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দফায় ঝিলংজা ও ইসলামাবাদের ৩৪ জন ভিক্ষুকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জীবিকার্জনের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অরুণোদয় স্কুল মাঠে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ৩৪ জন ভিক্ষুকের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণসমূহের মধ্যে ছিল- রিকশা, ছাগল, হাঁস-মুরগি, সেলাই মেশিন ইত্যাদি। সেসাথে তাদের দেয়া হয়েছে হাঁস-মুরগি পালনের ঘর, ২ মাসের খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্র। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভিক্ষুকমুক্তকরণের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই আলোকে পুরো জেলার ভিক্ষুকদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে কঙবাজার সদর উপজেলার ২টি ইউনিয়নকে (ঝিলংজা ও ইসলামাবাদ) বেছে নেওয়া হয়েছে। এজন্য জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন দিয়ে দিয়েছেন। যার পরিমাণ প্রায় ৪৮ লাখ। এরসাথে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের ৫০ লাখ টাকা যুক্ত করে ৯৮ লাখ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রথম দফায় ৩৪ জনকে ৯ লাখ টাকার উপকরণ দেয়া হয়েছে। ধীরে ধীরে পুরো জেলায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। মো. কামাল হোসেন বলেন, জেলায় ১৫০১ জনকে ভিক্ষুক হিসেবে শনাক্ত করা হয়েছে। সদরের পরে কুতুবদিয়া, মহেশখালী ও উখিয়া-টেকনাফে এই কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে সবাইকে আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। যাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে আগামী ২ বছর পর্যন্ত তদারকি করা হবে। তারা যেন আর ভিক্ষাবৃত্তিতে না ফেরে তা নিশ্চিত করা হবে। এভাবে কঙবাজারকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পর্যটনের স্বার্থে এটি অতি জরুরি। এ উদ্যোগে প্রশাসনের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কঙবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও কঙবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।

পূর্ববর্তী নিবন্ধশীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রেড ক্রিসেন্ট
পরবর্তী নিবন্ধসাবেক এমপি সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত