শিশুদের সমঅধিকার নিশ্চিতের আহ্বান

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চবির সভা

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

শিশুরা পরবর্তী প্রজন্মের ধারক। কাজেই তাদের যথার্থ বিকাশ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের। অহিংস মতবাদের প্রবক্তা মহাত্মা গান্ধীর আদর্শে উজ্জীবীত হয়ে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সহমর্মিতা ও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি কারণ তারাও সমাজের অংশ। আন্তর্জাতিক অহিংস দিবস ও জাতীয় সুবিধা বঞ্চিত শিশু দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। ‘আর নয় সংঘাত-বিভেদ, গড়ে তুলি সমপ্রীতির ঐক্যমত্য’, ‘পথশিশু দিবসের আহ্বান, শিশুদের সুরক্ষা ও বিকাশে সচেষ্ট হোন’ স্লোগানে স্লোগানে গতকাল শুক্রবার রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অহিংস দিবস ও জাতীয় সুবিধা বঞ্চিত শিশু দিবস পালন উপলক্ষে অপরাজেয় বাংলাদেশ কর্তৃক পরিচালিত শিশুদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লায়ন জি.এম.সাইদুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, হাটহাজারী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম সিরাজী, অপরাজেয় বাংলাদেশ নিরাপদ আশ্রয় কেন্দ্রের চট্টগ্রাম জোন ইনচার্জ জিন্নাত আরা বেগম, রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, সদস্য জয় দাশ, জয় চক্রবর্তী, শঙ্কর দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমএ মান্নান ও দানুর মতো নেতা বর্তমানে বিরল
পরবর্তী নিবন্ধননী বালা দে