শিশুদের উজ্জীবিত করতে সৃজনশীলচর্চা দরকার

প্রকাশনা উৎসবে ড. আনোয়ারা আলম

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

প্রাবন্ধিক ও গবেষক ড. আনোয়ারা আলম কবি জসিম উদ্দিন খানকে একজন ভাল মানুষ আখ্যায়িত করে বলেছেন, তাঁর মতো ভালো মানুষকে পেয়ে চট্টগ্রাম একাডেমি ধন্য। এ কবির প্রকাশিত দুটো বইয়ে দেশ ও জাতির চিত্র উঠে এসেছে। বিশেষ করে শিশুদের জন্য রচিত ‘মন রাঙাবো নতুন করে’ বইয়ে ঋতুবৈচিত্র্য, ভাষা, স্বাধীনতা, দেশপ্রেম সবকিছু বর্ণিলভাবে চিত্রিত হয়েছে। শিশুমনকে রাঙানোর জন্য যা যা প্রয়োজন তার সবই এ বইয়ে আছে। বই দুটি পাঠকমহলে সমাদৃত হবে। আমাদের শিশুদের উজ্জীবিত করতে মননশীল ও সৃজনশীলচর্চা বেশি বেশি দরকার।

তিনি চট্টগ্রাম একাডেমির উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশনা উৎসব ও সুহৃদ সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। এতে সভাপতিত্ব্‌ করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত কবিসাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক শারুদ নিজাম।

অনুষ্ঠানে কবি জসিম উদ্দিন খানকে একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে তাঁর কবিতার বই ‘একবার ভালোবেসে দেখো’ ও ‘মন রাঙাবো নতুন করে’ ছড়াকবিতাগ্রন্থের আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন ড. আনোয়ারা আলম, আজিজ রাহমান, বাসুদেব খাস্তগীর। বক্তব্য রাখেন নেছার আহমদ, দীপক বড়ুয়া, নাসের রহমান, আনন্দ মোহন রক্ষিত, অরুণ শীল, জাহাঙ্গীর মিয়া, এস এম আবদুল আজিজ, এমরান চৌধুরী, কবি আকতার হোসাইন, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, রেজাউল করিম স্বপন, এসএম মোখলেসুর রহমান, ফারজানা রহমান শিমু, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগরে অবৈধভাবে বালু উত্তোলন আটক ৪
পরবর্তী নিবন্ধখানদীঘি হাইস্কুলের অভিভাবক সভা