খানদীঘি হাইস্কুলের অভিভাবক সভা

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশের খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। সভায় পরিচালনা পরিষদ সভাপতি মো. শাখাওয়াত হোসেন শিবলী বলেন, উন্নত ও মানসম্মত নৈতিক শিক্ষা নিশ্চিতকরনে অভিভাবকদের আরো যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা, ক্লাসের পাঠদানে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখা উচিৎ। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে প্রয়োজনীয় অর্থ সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, সেলিনা আক্তার, শিক্ষক কামাল উদ্দিন, অশোক নাথ, সুজিত মিত্র, আনু বড়ুয়া, বিকাশ চন্দ্র দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের উজ্জীবিত করতে সৃজনশীলচর্চা দরকার
পরবর্তী নিবন্ধস্মার্ট জনগোষ্ঠী তৈরিতে যুগোপযোগী শিক্ষানীতি কার্যকর করছে সরকার