স্মার্ট জনগোষ্ঠী তৈরিতে যুগোপযোগী শিক্ষানীতি কার্যকর করছে সরকার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের সাথে মতবিনিময়ে কাউন্সিলর মোরশেদ

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের সাথে গত বৃহস্পতিবার তার বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ৮নং শুলকবহর ওয়ার্ডের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। এ সময় তারা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান সুষ্ঠু ও সফল সমাপ্তিতে সার্বিক সহযোগিতা করায় কাউন্সিলর মোরশেদ আলমকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

আলোচনাকালে কাউন্সিলর মোরশেদ বলেন, ২০৪১ সালের মধ্যে শতভাগ শিক্ষিত ও তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই স্মার্ট বাংলাদেশের প্রণেতারা হবেন সুশিক্ষায় শিক্ষিত। একটি শিক্ষার্থীর পাঠদানের আতুড়ঘর বলা হয় প্রাথমিক বিদ্যালয়কে।

তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকেও আরো উন্নত করে স্মার্ট জনগোষ্ঠী তৈরিতে যুগোপযোগী শিক্ষানীতি কার্যকর করেছে সরকার কার্যকর করেছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক তাসমিন আক্তার, হাসান মাহমুদ, সুধাংশু বিকাশ ধর, ফারহানা নাজনীন, রীনা শওকত, শাম্মি আকতার, ইয়াছমিন আলম, মর্জিনা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানদীঘি হাইস্কুলের অভিভাবক সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারী নিহত