শিশির ঝরে টাপুর–টুপুর
ছড়িয়ে আলো হাজার নুপুর
সবাই যখন মগ্ন উমে
শীতটা ঢোকে আমার রুমে।
ঠক–ঠকা–ঠক কাঁপতে থাকি
সুয্যি মামা দিচ্ছে ফাঁকি
দিনটাকে আজ রাত মনে হয়
শূন্য তাপে তাই বড় হয়।
শিশির ঝরে টাপুর–টুপুর
গন্ধ বিলায় পৌষালি সুর
শীতটা তো নয় ভয়ের কারণ
বাইরে যেতে তবুও বারণ।