মাগো আমার মা

অমিত বড়ুয়া | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

 

 

মাগো আমার সুখের আধার শ্যামবরণী মা

তোমায় ছাড়া একলা ঘরে ভাল লাগে না

সকাল থেকে সন্ধ্যাবধি পাই না তোমার দেখা

ঘরে কত্তো মানুষ তবু আমি কেমন একা।

দাদা থাকে পড়ায় মগ্ন দিদি রান্না ঘরে

ফাইল পত্তর নিয়ে বাবা কত কী যে করে!

আমার দিকে কারোই দেখি একটু খেয়াল নেই

সবচে’ বেশি খারাপ লাগে বিকেলটা নামলেই

পাশের বাড়ির রুনুঝুনু নিলয় এবং মিতু

সবাই মিলে খেলতে চলে নয়তো তারা ভীতু

তাদের মতো আমিও যখন খেলতে যেতে চাই

দাদা দিদি চেঁচিয়ে বলে, বাইরে যেতে নাই

বাইরে নাকি ওত পাতা সব দেও দত্যি দানা

সুযোগ পেলেই মটকে দেবে আমার মুণ্ডুখানা

এসব কথা সত্যি কি না বুঝতে পারি না

তবুও আমি বাইরে যাওয়ার আশা ছাড়ি না

কী আর করি জান্‌লা দিয়ে তাকাই দূরের পানে

একটি পাখি রাঙায় আমায় সন্ধ্যাবেলার গানে

দিনের শেষে সবার যখন ঘরে ফেরার তাড়া

হঠাৎ আলোর ঝলকানি মা তোমারই পাই সাড়া

ঘরে ঢুকেই তুমি তোমার ক্লান্তি ভুলে গিয়ে

আহলাদে মেতে ওঠো শুধুই আমায় নিয়ে

তোমার বুকে আমার তখন অনন্ত সুখ পাওয়া

ভুলি যত অভিমান আর ভুলি নাওয়া খাওয়া।

পূর্ববর্তী নিবন্ধএসো সবাই শীত তাড়াই
পরবর্তী নিবন্ধশিশির ঝরে ঘাসে