গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচ সিএমপি অফিসার্স ক্লাবে এক গজল সন্ধ্যার আয়োজন করা হয়। এতে গজল শ্রোতাদের প্রিয় গায়ক শাহজাহান খান এককভাবে গজল ও গজল আঙ্গিক আধুনিক বাংলা গান একাধারে পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। একটানা প্রায় দুই ঘন্টা চলে গজল ও গান পরিবেশন। প্রেস বিজ্ঞপ্তি।