শিরোনামহীন

লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে

বিশ্বস্ততার তরী বেয়ে মন জিতে নিলে

যান্ত্রিক শহরে শত সহস্র মানুষের ভীড়ে

স্বপ্নগুলো আকাশ ছুঁলো শান্ত নীলে।

সেদিন বললে, চলো বসি একসাথে?

গল্প হোক কিছুটা সময় গরম কফির সাথে,

চেষ্টায় ছিলাম না বলার অজুহাতে

অবশেষে হ্যাঁ সূচক শব্দটা বলতে হলো সম্মতিতে।

আবার কদিন টানা চললো আলাপন

যেনো এক অদ্ভুত নেশায় বুদ হয়ে থাকা মন

অপেক্ষার পালা শেষে আবার আসলো সেই ক্ষণ

হাতে হাত রেখে চললো স্বপ্ন বুনন।

একটু ছোঁয়া একটু কথায় সবটা দিলে ভরিয়ে

শিরোনামহীন সম্পর্ক বাঁধা পড়লো মায়ার টানে,

এক নিমিষেই স্বপ্ন হলো রঙিন, মন রাঙিয়ে

সুর তুলেছে জীবনবীণা সারাবেলার গানে।

গুনগুন গুঞ্জরণে প্রজাপতি মন উড়ছে ফুলে ফুলে

ভাসছি যেনো সুখের দোলায় ময়ূর পেখম মেলে।

পূর্ববর্তী নিবন্ধহাওয়া ঘুম
পরবর্তী নিবন্ধকে তুমি