শিবরাজগিরি নাগাবাবার ২৮তম তিরোধান উৎসব সোমবার থেকে শুরু হচ্ছে। বোয়ালখালী উপজেলার সারোয়াতলী আনন্দময়ী কালী মন্দির ও নাগাবাবার সমাধিপীঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৪ ফেব্রুয়ারি মঙ্গলধ্বজ্জা উত্তোলন, গুরু কীর্ত্তন ও শ্যামা সঙ্গীত অনুষ্ঠান। ১৫ ফেব্রুয়ারি সকালে চন্ডী যজ্ঞ, মাতৃ ও গুরু পূজা, দুপুরে মহা প্রসাদ বিতরণ, সন্ধ্যায় নাম সংকীর্তন শুভ অধিবাস। ১৬ ফেব্রুয়ারি উষালগ্নে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন, বিগ্রহের পূজা অর্চনা, গুরু মহারাজের বিশেষ পূজা ও ভোগারতি। দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ। ১৭ ফেব্রুয়ারি উষালগ্নে নাম সংকীর্তনের পূর্ণাহুতি ও মঙ্গল মানব প্রার্থনা। খবর প্রেস বিজ্ঞপ্তি।