ব্যবসায়ী ঠকালে আইনের আশ্রয়  নিতে পারবেন ভোক্তা

কাপ্তাইয়ে সচেতনতামূলক সভায় বক্তারা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন। সৈয়দ খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন এবং চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
প্রধান অতিথি বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। কোনো ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবে এবং অতি মুনাফার লোভে ভোক্তাদের ঠকায় তাহলে ভোক্তা আইনের আশ্রয় নিতে পারেন। ভোক্তা সংরক্ষণ আইনে প্রমাণ সাপেক্ষে তাৎক্ষণিক দোকানিকে আর্থিক জরিমানা করা হয় এবং জরিমানার ২৫ ভাগ অর্থ ভোক্তাকে প্রদান করা হয়। অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইন বিষয়ক বিভিন্ন ধারা প্রচারপত্র হিসেবে ভোক্তাদের প্রদান করা হয়। তিনি ব্যবসায়ী ও ভোক্তাদের যাবতীয় কেনাকাটায় সচেতন থাকারও আহবান জানান। পরে ঝুলন দত্তের পরিচালনায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সত্যেন সেন শিল্পগোষ্ঠীর ‘বসন্ত সমীরণে’ আজ
পরবর্তী নিবন্ধশিবরাজগিরি নাগাবাবার তিরোধান উৎসব সোমবার শুরু