মানুষের আসল পরিচয় তার জ্ঞান, চরিত্র ও মানবিকতার মাধ্যমে প্রকাশিত হয়। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞানার্জনের বিষয় নয়, শিক্ষা হচ্ছে সুনাগরিক ও বোধবুদ্ধি আবিষ্কারের একমাত্র উপাদান। তাই আদর্শিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার মধ্যে বাস্তবিক জ্ঞানসম্পন্ন মানবিক উপাদান জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির সাবেক যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। গতকাল মঙ্গলবার ফটিকছড়ির কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. মুফিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল হাসান এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য দেন, নাজমুল আজম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, মহসিন কবির চৌধুরী, আনোয়ারুল আজিম, ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ। এর আগে উপজেলার ২০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৬৯১ জন শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।