সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের উন্নয়নের অগ্রযাত্রায় পাল্টে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ভবন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিশ্চিত করা হয়েছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি গত শনিবার দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাঈনউদ্দীন মনুর সভাপতিত্বে এতে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ওসমান আলী, মাস্টার মো. ইউনুস, রিপন কান্তি দাশ সুজন, মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ইউনুচ ও আমিনুল ইসলাম আমিন।