নগরীর এনায়েতবাজারস্থ কলিম উল্লাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এবাদুল্লাহ পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী কলিম উল্লাহ মাস্টার স্মরণসভা গত বুধবার বেলা ১১টায় কলিম উল্লাহ মাস্টার স্কুলে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মরহুম মাস্টারের দৌহিত্র এবং ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম মাস্টারের দৌহিত্র জাহাঙ্গীর আলম, নগর বাইশ মহল্লার সর্দার মোহাম্মদ হোসেন, কায়ছার উদ্দিন, কলিম উল্লাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেরুন্নেছা বেগম ও সোলতানা রোকেয়া প্রমুখ।
স্মরণসভায় সলিম উল্লাহ বাচ্চু বলেন, কলিম উল্লাহ মাস্টার আমৃত্যু শিক্ষা নিয়ে কাজ করে গেছেন। শিক্ষার প্রসার ঘটিয়ে ঘুনে ধরা এই সমাজকে আলোকিত করেছেন। সভায় এক প্রস্তাবে মরহুম মাস্টারকে শিক্ষায় মরণোত্তর পদক ও সম্মাননা প্রদানের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।