কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কক্সবাজারের উখিয়া থানার ফারীর বিল এলাকার মো. ইসমাইল (৪৩) ও মো. রেদওয়ান (২৬)। গত বৃহস্পতিবার রাতে র্যাব তাদেরকে গ্রেপ্তার করেন। র্যাব-৭ এর জনসংযোগ শাখার সূত্র আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গ্রেপ্তার পরবর্তী দুইজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।