শাহ আমানতে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে সিগারেট জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:২২ পূর্বাহ্ণ

দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১৬০ কার্টন মন্ড সিগারেট উদ্ধার করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম গতকাল সোমবার রাত ৯টা নাগাদ দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ ইউনুস মিয়া তালুকদারের কাছ থেকে সিগারেটের অবৈধ চালানটি উদ্ধার করে। উদ্ধারকৃত সিগারেটের দাম প্রায় ৫ লাখ টাকা বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

রাঙামাটিতে বিচারপতি আনোয়ারুল হক
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের
কাজ অচিরেই শুরু হবে

পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশনের কাজ অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক। গতকাল সোমবার রাঙামাটি সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে বিগত দুইবছর ভূমি কমিশনের কাজের অগ্রগতি না হলেও বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ভূমি কমিশনের কাজ আবারো শুরুর উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি, খুব সহসাই কাজ শুরু করতে পারবো। খবর বাসসের।
গতকাল সোমবার রাঙামাটি এসে তিনি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গেও ফোনে যোগাযোগ করেছেন। সন্তু লারমা বর্তমানে অসুস্থ থাকায় আনুষ্ঠানিক আলাপ হয়নি বলে জানান তিনি। তবে সন্তু লারমাও পরবর্তী কার্যক্রমের বিষয়ে আন্তরিক বলে জানান ভূমি কমিশন চেয়ারম্যান। এছাড়া তিনি রাঙামাটি চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ খাগড়াছড়ির নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছেন বলে জানান। এর আগে সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাবার খুনের বিচার পেতে আইনজীবী হন ছেলে
পরবর্তী নিবন্ধকার থেকে ছুঁড়ে ফেলা হলো পুটলিতে বাঁধা নবজাতক