শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা

১৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবারের এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। গতকাল বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৮৮৪ জন। এর মাঝে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৬ হাজার ৫২৮ জন। বাকি ১ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও বহিষ্কারের কোনো ঘটেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক কোনো ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে, গত বছরের মতো এবারের পরীক্ষায়ও মানবণ্টন ও সময়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এবার দুই ঘণ্টার পরীক্ষায় অংশ নিতে হচ্ছে পরীক্ষার্থীদের। এছাড়া তত্ত্বীয় ও এমসিকিউ পরীক্ষার মাঝখানে এবারও কোনো বিরতি রাখা হয়নি। পরীক্ষার প্রথম দিন নগরীর বেশ কয়টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষাবোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা।

শিক্ষাবোর্ডের তথ্য মতে, এবার এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মোট ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৩৮৯ জন, ছাত্রী ৪৮ হাজার ৫৫০ জন। বোর্ডের অধীন মোট ২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মোট ১১১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর তত্ত্বীয় অংশের পরীক্ষা শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী থেকে দুই ভাই গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু