শরৎরানি

হৃদয় হাসান বাবু | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

তুমি আমার শরৎরানি নীল গগনের হাসি

কাশফুলের মিষ্টি ছোঁয়ায় তোমায় ভালোবাসি।

শরৎ এলে নদীর ধারে কাশের জোনাক হাসে

নীল আকাশে ঝাঁকে ঝাঁকে মেঘের ভেলা ভাসে।

শরতের গায়ে বৃষ্টি ফোটা মাদকতা ছড়ায়

প্রেমপিয়াসী চোখের তারা ভালোবাসা জড়ায়।

শরৎ বাতাস মিষ্টি হিমেল মন জুড়িয়ে যায়

রাত দুপুরে একাকী মনে প্রেয়সী ছোঁয়া পায়।

শুভ্র আকাশ শুভ্র জমিন কাশ ফুল হাসে

প্রেম যমুনায় সাঁতার কেটে শরৎরানি আসে।

পূর্ববর্তী নিবন্ধসময় থেকে শেখা
পরবর্তী নিবন্ধসূর্য ও শিশির