শব্দ গড়ি শব্দে বাঁচি

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বাতির নিচে

আঁধার যেমন লুকিয়ে থাকে,

দুঃখটাকে

লুকিয়ে রাখি সাজপোশাকে।

একটা জীবন

ছিলো কি সে মনে রাখার

হাতরে খুঁজি

এধার ওধার অকুলপাথার।

তবু দেখ

পথের কাঙাল নেই কো আমি

যা পাওয়া তার

পেয়েই যাবো যত কর একচোখোমি।

ভালোবাসা!

সেও আমার হয়ে যাবে

দেখে নিও

ফিরে তোমায় আসতে হবে।

উষ্ণ স্রোতে

গা ভাসিয়ে যত চলো

মধুমক্ষি

সেতো কেবল ক্ষণিক ভালো।

আমার আমি

নিজের মাঝে বিশ্ব রচি

আমার আমি

শব্দ গড়ি শব্দে বাঁচি।

পূর্ববর্তী নিবন্ধশ্রেষ্ঠ বাঙালি
পরবর্তী নিবন্ধতিনি পিতা