শনাক্ত ৯ হাজার, মৃত্যু ৩০

করোনাভাইরাস

আজাদী অনলাইন | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে দেশে এক দিনে আরও নয় হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৩০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার(৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে নয় হাজার ৫২ জন নতুন রোগী শনাক্ত হয়।

এই সংখ্যা গত ২২ জানুয়ারি পর সর্বনিম্ন। ওইদিন নয় হাজার ৬১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

২৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৯০৬ জনে দাঁড়ায়। এরপর ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়, যা করোনাভাইরাস মহামারীর দুই বছরে দ্বিতীয় সর্বোচ্চ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ছয় হাজার ২৮২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী থেকে অপহৃত কিশোরী চট্টগ্রাম নগরীতে উদ্ধার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ঘুমন্ত অবস্থায় অঙ্গার ক্যান্সার আক্রান্ত নারী, প্রাণে বাঁচল দুই ভাই