শতাধিক দুস্থ পরিবার পেল ত্রাণ সহায়তা

রাঙামাটি পৌরসভা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

রাঙামাটি পৌরসভায় শতাধিক দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার চিংহ্লা মং মারী স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়। রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল এস এম আমিনুল ইসলামের নির্দেশনায় এ সময় সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তার মধ্যে ছিল সাড়ে ৫ কেজি চাল, আটা ২ কেজি, ডাল আড়াই কেজি, আলু সাড়ে ৩ কেজি, লবণ ১ কেজি, একটি করে লুঙ্গি, গামছা ও গেঞ্জি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে
পরবর্তী নিবন্ধঅমর চক্রবর্তী