মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

আলোচনা সভায় এরশাদ উল্লাহ

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য নাম। নতুন প্রজন্মের কাছে তিনি একজন দেশপ্রেমিক ও সাহসী বীর হিসেবে বাংলাদেশের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। তিনি বলেন, বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে, কুৎসা রটিয়ে জনগণের থেকে দূরে সরানোর চেষ্টা চালাচ্ছে ভোট ডাকাতি করে ক্ষমতা ধরে রাখা বর্তমান সরকার। জিয়াউর রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে চট্টলাবাসী তার সমীচীন জবাব দেবে। ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য শামসুল হকের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে বস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইউছুপের সভাপতিত্বে ও ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজল কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আর ইউ চৌধুরী শাহিন, নগর বিএনপি নেতা জাফর আহমদ, মহানগর বিএনপি নেতা মহসিন, চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরী, নগর বিএনপি নেতা আশরাফ, এস এম মোশাররফ উদ্দিন, মো. ইছমাইল জাবেদ, চাদগাঁও থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সাহ্বে, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ নুরুদ্দিন, মো. সাইফুর, মোহাম্মদ ইয়াসিন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন টিপু, থানা যুবদল নেতা মোহাম্মদ রাশেদ, মো. আলাউদ্দিন, মো. রমজান, মো. আলাউদ্দিন, মো. মানিক, মো. মোরশেদ, মো. রিপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিন জুট মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধশতাধিক দুস্থ পরিবার পেল ত্রাণ সহায়তা