শচী রানী শীল

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

উত্তর হালিশহর আচার্য্য পাড়াস্থ শান্ত আবাসিক নিবাসী প্রয়াত সূর্য্য কুমার শীলের সহধর্মিনী ও সেবিকা শচী রানী শীল (৮০) গত ৭ জানুয়ারি রাত ১১টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর পাহাড়তলীস্থ একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার দুপুরে উত্তর হালিশহর আচার্য্য পাড়া এলাকার কালি মন্দির সংলগ্ন মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটানা ৬ হার, অবশেষে জয় পেল নোয়াখালী
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ