লোহাগাড়ার পুটিবিলায় নেশাগ্রস্ত দুই চালককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাত ৮টার দিকে ইউনিয়নের এম.চর হাট বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন চুনতি ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ওমর ফারুক (৩০) ও পুটিবিলা ইউনিয়নের রফিক আহমদের পুত্র দেলোয়ার (২২)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ও জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ২শ টাকা অর্থদন্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।