লোহাগাড়ায় এবার ইউনিয়ন ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার

সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় লোহাগাড়ায় উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতির পর এবার ইউনিয়ন ছাত্রলীগের ১৯ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছে। এরমধ্যে বড়হাতিয়ায় ৬ জন, আধুনগরে ৪ জন ও পুটিবিলায় ৯ জন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহ সভাপতি মো. ইরফান, সাংগঠনিক সম্পাদক মো. বাইজিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শাহরিয়া আলম, উপক্রীড়া সম্পাদক মো. কায়েস ও উপদপ্তর সম্পাদক মো. ইরফানকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেন।

একইদিন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পুটিবিলায় ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এ কে জাহিদ আজিম চৌধুরী, আরিফুর রহমান জিসান, মেহেদী হাসান আকিব, মোহাম্মদ শাকিল, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক আসিফ চৌধুরী ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমামকে স্থায়ীভাবে বহিষ্কার করেন।

এছাড়া গত মঙ্গলবার আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহ সভাপতি মো. জিসান, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হোসেন এবং উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হেফাজ উদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেন। উপজেলা ছাত্রলীদের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ জানান, সংগঠনের নীতিআদর্শ ও সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত ইউনিয়ন ছাত্রলীগের ১৯ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে তাদের কোন কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্মকর্তাদের ভেতরে রেখে চবি আলাওল হলের অফিসে তালা দিল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধইজারা নিয়ে চসিকের আগের আদেশ বাতিল