কর্মকর্তাদের ভেতরে রেখে চবি আলাওল হলের অফিসে তালা দিল শিক্ষার্থীরা

চার দফা দাবি

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

কর্মকর্তাদের ভেতরে রেখে চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের অফিস কক্ষে তালা দিয়েছে হলের শিক্ষার্থীরা। এ সময় হলের চারজন কর্মকর্তাকে কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে।

পরে হল প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো, পানি ও ইন্টারনেট সমস্যার সমাধান, হলের নিরাপত্তা জোরদার এবং মাঠে বহিরাগত নিয়ন্ত্রণ করা। আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আমরা বেশকিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছি। আমাদের পানির সমস্যা, শৌচাগারের সমস্যা, অনেকের কক্ষে দেয়াল বেয়ে পানি পড়ে। আমাদের মাঠে হলের ছেলেরা খেলতে পারে না, বহিরাগতদের দখলে থাকে মাঠ। হলের ওয়াইফাই ইন্টারনেটে অনেক সমস্যা। এখনও এসব সমস্যার সমাধান হয়নি। আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেট সমস্যার বিষয়ে আইসিটির সঙ্গে কথা হয়েছে। ফিল্টার তিন মাস আগেই নতুন লাগানো হয়েছে। সমাধানযোগ্য ইস্যুগুলো আগামী দুইদিনের মধ্যে সমাধান করা হবে। আমাদের একটু সময় দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধটেলিগ্রাম কেন এত জনপ্রিয়?
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এবার ইউনিয়ন ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার