দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটিয়ে একমঞ্চে দাঁড়ালেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। এতে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।
শুক্রবার লোহাগাড়ায় আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে উপস্থিত নেতারা বলেন, সাতকানিয়া–লোহাগাড়া আসন কখনোই জামায়াতের ছিল না। এটি বিএনপির দুর্গ। অতীতে জোটগত কারণে জামায়াত এখানে জয় পেলেও জনগণের ভালোবাসা সবসময়ই বিএনপির প্রতি ছিল। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তবে এ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, আমি জানতাম, বিএনপির মধ্যে যতোই মতপার্থক্য থাকুক না কেন, তারেক রহমানের এক ডাকে সবাই এক হয়ে যাবে। আজ সেটিই প্রমাণ হলো। আমরা একসাথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা সফল হবে।
সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা বিজয়ী হয়েই ঘরে ফিরব। লোহাগাড়া বিএনপির কোনো নেতাকর্মী নিজের অবস্থান থেকে এক চুলও সরবে না। দলীয় স্বার্থে প্রয়োজন হলে সবাইকে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন, সামনে কঠিন সময়। এই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের প্রত্যাশা, প্রতিপক্ষরাও যেন শালীন ও শান্তিপূর্ণ আচরণ করে। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।