লেবু বাগানের সাত মালিক ও সাত শ্রমিক ‘অপহৃত’

মুক্তিপণে ছাড়া পেলেন ৭ জন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় লেবু বাগানের ৭ জন মালিক এবং বাগানের ৭ শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে বলা হয়েছে, গতকাল সকালে পাহাড়ের বাগানে যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা অপহৃতদের পরিবারে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শেষ খবরে জানা গেছে, ৭০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ৭ জন শ্রমিককে মুক্তি দেয়া হয়েছে। তবে ৭ বাগান মালিককে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা ১৪ জনকে অপহরণ করে গহীন জঙ্গলের চালদ্যাছড়ির ঢালাইর মুখ এলাকায় আটকে রাখে। পরে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে লেবু বাগানের ৭ শ্রমিককে ছাড়িয়ে নেন। অপহৃতদের অধিকাংশের বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজার, মাঝিরপাড়া ও খিল্লাপাড়া গ্রামে। রাতে খবর পেয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারসহ পুলিশের একটি টিম মৌলভী বাজারে অবস্থান নেয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, বেশ কয়েকজন ফিরে এসেছে। তাদের সাথে কথা হচ্ছে। এ মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধরমজানে সেহরি-ইফতার বিতরণ করছে তোহফা ফর ম্যানকাইন্ড
পরবর্তী নিবন্ধ১৫ মামলায় সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার