লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

গতবছর জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্নস্থান থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। খবর বিডিনিউজের।

উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সবশেষ হিসাব অনুযায়ী, এখনো এক হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও দুই লাখ ৫৭ হাজার ৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে পারেনি পুলিশ। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাহাঙ্গীর আলম বলেন, এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সুযোগে ‘নিয়োগ বাণিজ্যও’ বেড়ে গেছে। নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপদেষ্টার চেয়ারে বসার পর ‘বন্ধুবান্ধব ও আত্মীয়র সংখ্যা বেড়ে গেছে’ মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরা কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাদের ব্যাপারে তথ্য দিন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যদি আমরা দুর্নীতি করি তাহলে লিখে দিয়েন। তবে ভুল তথ্য দিয়ে রিপোর্টিং না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে সেটা আর উদ্ধার হয় না। গাজীপুরের পুলিশ কমিশনার সড়ক বন্ধ করে বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেনএরকম খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তাকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ সারা দেশে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি