লায়ন্স চক্ষু হাসপাতালের সেবা বিশ্বমানের করার অঙ্গীকার

ম্যানেজমেন্ট কমিটি ও চক্ষু বিশেষজ্ঞদের মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

লায়ন্স চক্ষু হাসপাতালকে আধুনিকায়নের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা ও অপারেশন সেবার মানোন্নয়নে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি ও চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে মতবিনিময় সভা গতকাল সোমবার লায়ন তাহের উদ্দীন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিএলএফ ও হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, ভাইস-চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত এবং এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু প্রমূখ এবং চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে প্রখ্যাত অফ্‌থ্যালমোলজিস্ট অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, কর্নিয়া বিশেষজ্ঞ ডা. সুমেধ দেওয়ান, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট ডা. আলতাফ উদ্দিন খান, কন্সালটেন্ট ডা. সুমনা সরকার, ডা. আফরোজা আক্তার, ডা. এস এম মিজানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট ডা. আলতাফ উদ্দিন খান, কর্নিয়া বিশেষজ্ঞ ডা. সুমেধ দেওয়ান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। সভায় হাসপাতালের বিভিন্ন বিষয় ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য, উপাত্ত ও হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসক ও ম্যানেজমেন্ট কমিটির পক্ষে সেক্রেটারী ও এসোসিয়েট সেক্রেটারী বক্তব্য দেন। সভায় হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী বলেন, একটি বিশ্বমানের ও বিশেষায়িত আধুনিক হাসপাতাল গঠনে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে হাসপাতালকে আধুনিকায়ন এবং ইনস্টিটিউট পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে কাজ করা শুরু করে দিয়েছি। শেষে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক ধন্যবাদসূচক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০ প্রদান
পরবর্তী নিবন্ধশুভ জন্মদিন