লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অক্টোবর সেবামাস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উদ্বোধন করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। স্বাস্থ্যবিধি মেনে র্যালিতে নানা রঙ–বেরঙের বর্ণিল প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে অংশ নেন লায়ন ও লিও সদস্যরা। করোনা সংক্রমণ, মাদক, পরিবেশ, ট্রাফিকসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হয় র্যালির মাধ্যমে।
এমইএস কলেজ প্রাঙ্গণ থেকে ২৫০ শতাধিক লায়ন ও লিও সদস্যের অংশগ্রহণে র্যালিটি অনুষ্ঠিত র্যালিজুড়ে ছিল উৎসবের আমেজ। র্যালিতে উপস্থিত ছিলেন, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আল–সাদাত দোভাষ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার এস এম আশরাফুল আলম আরজু, অক্টোবর সেবা মাস সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, র্যালি কমিটির চেয়ারম্যান লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, র্যালি কমিটির সেক্রেটারি লায়ন গাজী মো. শহীদুল্লাহ, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন ডা. মেজবাহ উদ্দীন তুহিন, ইয়্যুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন একেএম নবীউল হক সুমন, লিও জেলা সভাপতি লিও এইচ এম হাকিম প্রমুখ। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে জেলা গভর্নর সকলকে অক্টোবর সেবা মাস সফল করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।