লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের মাসিক সাধারণ সভা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন কাঞ্চন মল্লিকের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন মাহমুদা করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মাহবুবুল হক খান, রিজিওন চেয়ারপার্সন লায়ন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, রিজিওন চেয়ারপার্সন ও ডিস্ট্রিক্ট জিএস টি কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন এম ফজলে করিম, জয়েন্ট সেক্রেটারি লায়ন রফিকুল হাসান মানিক, ট্রেজারার লায়ন আসিফ গণি, লায়ন অঞ্জন মজুমদার, লায়ন লি সি জি প্রমূখ।
সভায় আগামী দিনের সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে রোগীদের চক্ষু অপারেশন, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চট্টগ্রাম মেডিকেল কলেজের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি।











