চট্টগ্রাম সরকারী মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর প্রাক্তন গভর্নর এম শাহ আলম বাবুল। ২০২১-২০২৩ সেশনে তিনি ২৭ সদস্যের কার্যনির্বাহী পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি পদে মোহাম্মদ আলী চৌধুরী, রইস আহমেদ, আকতার উল্ল্যাহ চৌধুরী, মুমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে মীর মোহাম্মদ মোজাফ্ফর, সাংগঠনিক সম্পাদক পদে জহির উদ্দীন বাবর খান নির্বাচিত হয়েছেন। দায়িত্বভার গ্রহন উপলক্ষে এক সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মাহমুদুল হক চৌধুরী এবং পর্ষদের সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি শাহ আলম বাবুল। প্রেস বিজ্ঞপ্তি।












